যখন আবার দেখি তোমায় !!

দেখেছি আজ আবার স্বপ্নের সেই ছবি তার । মনে পরেছে আমার সেই পরিহাস ভালোবাসার । সবই মিথ্যে, সবই অহেতুক কেন বৃথা করি অভিযোগ । সেন অকারণে, অযথা সন্ধানে বসে থাকি পথ চেয়ে বার বার ! বুঝিতে চাই তবু বুঝিতে না পারি, ভুলিতে চাই তবু ভুলিতে কি পারি ? কেন আসে মনে কিছু না জানি স্বপ্নের সেই ছবি বারংবার !!