Posts

Showing posts from November, 2024

খালি পেটে ব্লাড সেম্পল

ছোটবেলা থেকেই বাড়িতে রোজ ঠাকুর পুজো দিয়ে আসছি । তবে পুজো শেষ হতে না হতেই প্রসাদ সর্বপ্রথম এই ক্ষুদ্র ঠাকুরমশাইয়ের পেটেই যেত । এ নিয়ে বাড়িতে খুব হাসাহাসি হত । বয়স সাত থেকে সাঁইত্রিশ হয়ে গেল কিন্তু পুজোর শেষে প্রথম প্রসাদ খাওয়ার সেই অভ্যাস আজও আছে । কয়েক দিন আগে আমার স্ত্রী মুন খানিকটা বিচলিত হয়ে আমার ব্লাড সুগার টেস্টের জন্য একজন দাদা কে খবর পাঠালেন। পরের দিন সকালে বাড়িতে আসবে খালি পেটে ব্লাড সেম্পল নিতে । মুন আমাকে রাতে মনে করিয়ে দিয়েছিল যে সকালে সেম্পল খালি পেটে দিতে হবে । পরের দিন বিকেলে হোয়াটসেপে টেস্টের রিপোর্ট দেখে মুনের খুব মন খারাপ । দেখলাম ফাস্টিং সুগার ১০৫ । সঙ্গে রিপোর্টে লেখা নর্মাল রেঞ্জ ৭৪ - ৯৯ । আমি বললাম ভয়ের কিছুই নেই । ৬ ইউনিট সুগার নিশ্চয় ঠাকুর পুজোর প্রসাদ নকুলদানার জন্যেই বেড়েছে । ছোটবেলার অভ্যাস ! খালি পেটে সেম্পল দেওয়া আমার জন্য এতটা সহজ নয় ।